Breaking News

প্রকাশ্য দিবালোকে দমদমে চলল গুলি, দমকলকর্মীর উপর আক্রমণ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দমদমে প্রকাশ্য রাস্তায় এক দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি চালাল এক আততায়ী | যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই দমকলকর্মী | তবে মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক ছড়িয়েছে দমদমে | ঘটনার পরই পলাতক আততায়ী | তার খোঁজে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ | পুরোনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান | মঙ্গলবার সকাল আটটা নাগাদ বাইকে দমকল কেন্দ্রে ঢুকছিলেন দমকলকর্মী স্নেহাশিস রায় | দমকল কেন্দ্রে ঢোকার সময় এক যুবক তাঁকে ডাকে | তিনি বাইক থেকে নেমে তাঁর দিকে এগিয়ে যাওয়ার পরই গুলি চালিয়ে দেন ওই যুবক | স্নেহাশিস লাফিয়ে সরে যাওয়ায় গুলিটি তাঁর গায়ে লাগেনি| ঘটনাস্থলে এসেছে পুলিশ, উদ্ধার হয়েছে একটি গুলির খোল | সাতসকালে দমদমে এমন গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | স্নেহাশিস জানিয়েছেন, ক’দিন আগে রাস্তায় এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লেগেছিল | সেই সময় কিছু বিতণ্ডাও হয়েছিল | সেই যুবকই মঙ্গলবার সকালে দমকল কেন্দ্রের সামনে এসে স্নেহাশিসের জন্য অপেক্ষা করছিলেন | স্নেহাশিস অফিসে ঢুকতেই তিনি ডাকেন | এবং বলেন, সে দিনের ঝগড়ার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে চান | স্নেহাশিস এগিয়ে আসতেই পকেট থেকে বন্দুক বের করে এক রাউন্ড গুলি চালিয়ে দেন বলে অভিযোগ | ঘটনার পরই পালিয়েছে আততায়ী | এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তার খোঁজে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ | পুলিশ এখন খতিয়ে দেখছে, চারদিন আগের ঘটনার জন্য ওই যুবক এদিন গুলি চালিয়েছে নাকি স্নেহাশিষকে প্রাণে মারার জন্য তাকে কেউ পাঠিয়েছিল | সেক্ষেত্রে ওই যুবক সুপারি কিলার হলেও হতে পারে | পুলিশ এখন তার সন্ধান শুরু করেছে এবং তার পরিচয়ও খতিয়ে দেখতে চাইছে | কোথা থেকেই বা সে বন্দুক পেল সেটাও খতিয়ে দেখছে পুলিশ | পাশাপাশি স্নেহাশিষের মোবাইলও খতিয়ে দেখছে পুলিশ | গোড়াবাজারের মতো জনবহুল এলাকায় সকালে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *