দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে পদক্ষেপ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন পঠনপাঠন সংক্রান্ত কোনও কাজে অভিযুক্ত শিক্ষককে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে | আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক গবেষণারত ছাত্রীকে কোয়ার্টারে ডেকে যৌন সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন বলে অভিযোগ | যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ থানা পর্যন্ত গড়িয়েছে | এবার অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে পদক্ষেপ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | অভিযোগ, ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন এক অধ্যাপক | গবেষণাপত্র নিয়ে আলোচনার অছিলায় ছাত্রীকে ডেকেছিলেন অধ্যাপক | গ্রিনজোনে বসে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল | অভিযোগ, তারপরেই কোয়ার্টারে ডাকেন ওই অধ্যাপক | ছাত্রীর অভিযোগ, তিনি কোয়ার্টারে গিয়েছিলেন, সেখানেই অধ্যাপক তাঁকে ধর্ষণ করতে উদ্যত হন | ধর্ষণের চেষ্টার সময় ওই ছাত্রী কোয়ার্টার থেকে কোনও মতে পালিয়ে আসেন বলে দাবি করেন | এরপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রী| অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায় | এই ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য | এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হয়|অভ্যন্তরীণ কমিটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে | কমিটি তদন্ত করে রিপোর্ট জমা দেয় | রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয় | ছাত্রীর অভিযোগ, ওই অধ্যাপক এর আগেও তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন | জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করে তদন্ত করা হবে |গবেষণারত ওই ছাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমার গবেষণাপত্র জমা দিতে ইচ্ছা করেই দেরি করছিলেন আমার সুপারভাইজার | কয়েক সপ্তাহ আগে কারণটা জানতে পারি | উনি আমায় ওঁর অফিসে ডেকে পাঠান | ওঁর নজর ছিল আমার উপর|’ অর্থাৎ সরাসরি ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রী | যদিও অধ্যাপকের এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি |