দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি | সূত্রের খবর, বুধবার বেলা ১২ টায় তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে | উল্লেখ্য গত শুক্রবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি | ওই দিন প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়ি-সহ মোট ১৪ জায়গায় তল্লাশি অভিযান চালান | ইডির গোয়েন্দাদের দাবি, মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি এবং সিডি বাজেয়াপ্ত করা হয়েছে | সূত্রের খবর, এরপর বুধবার বেলা ১২টায় সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশে দিয়েছে ইডি| টেট দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় | যেদিন তাঁর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেদিন কিন্তু মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি হয়েছিল | তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা| তাহলে কেন ফের সিজিও কমপ্লেক্সে তলব? ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে | সেই তথ্য যাচাই করার জন্য মানিক ভট্টাচার্যকে তলব করেছেন তদন্তকারী| এমনকী, প্রয়োজনে পার্থ ও মানিককে মুখোমুখি বসিয়েও জেরা করতে হতে পারে | প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে ড.মানিক ভট্টাচার্যকে অপসারণ করা হয়েছিল | এই মামলায় এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল | কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান তিনি | এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁকে ইডির তলব বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে |