প্রসেনজিৎ ধর :- দেশ স্বাধীন করতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ ভোলার নয় | ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অভিমত ব্যক্ত করেন | রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে এটাই তাঁর প্রথম ভাষণ | স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নারীদের কথা উঠেও এল দ্রৌপদী মুর্মুর কথায় | ভারতের রাজনৈতিক ঐতিহ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, “বেশির ভাগ গণতান্ত্রিক দেশেই ভোটাধিকার পাওয়ার জন্য মেয়েদের অনেক লড়াই করতে হয়েছে | কিন্তু দেশের গণতন্ত্রের গোড়ার দিন থেকেই এই দেশে সর্বজনীন ভোটাধিকারের ধারণা স্বীকৃতি পেয়েছে |” এর জন্য গণতন্ত্রে নারীশক্তির ভূমিকাকেও কুর্নিশ জানিয়েছেন তিনি | দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তিনি বলেন, “১৯৪৭ সালের ১৫ অগস্ট ঔপনিবেশিক শাসনের শিকল ছিন্ন করে আমরা স্বাধীন হয়েছিলাম | তাই যাঁদের জন্য আমরা এই দেশে মুক্ত শ্বাস নিতে পারছি, সেই সব বীর শহিদদের আত্মত্যাগকে আমরা যেন প্রত্যেকে স্মরণ করি |”মহিলাদের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে আদিবাসী এবং কৃষক সম্প্রদায়ের অবদানের কথাও উঠে আসে রাষ্ট্রপতির কথায় | তিনি বলেন, “স্বাধীনতার জন্য বহু বীরের অবদান আমরা ভুলে গিয়েছি | বিশেষ করে আদিবাসী এবং কৃষক সম্প্রদায়ের শহিদদের অবদান আমরা ভুলে গিয়েছি | ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসেবে পালনের কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত | কারণ, আদিবাসী বীরেরা শুধুমাত্র আঞ্চলিক নেতা নন, তাঁরা আমাদের দেশের সকলের কাছে বরেণ্য|” দেশের বর্তমান শাসকদলের বিরুদ্ধে যখন রাজনৈতিক একাধিপত্য চালানো এবং একদলীয় শাসনব্যবস্থা চালানোর অভিযোগে সরব বিরোধী দলগুলি, তখন রাষ্ট্রপতির বক্তব্যে তাৎপর্যপূর্ণ ভাবে উঠে এসেছে বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থার কথা | মহাত্মা গাঁধীর কথা স্মরণ করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধীর মতো নেতারা আধুনিক কালেও আমাদের প্রাচীন মূল্যবোধগুলিকে সযত্নে রক্ষা করেছেন | গান্ধী বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থা এবং জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য সওয়াল করেছেন বলেও জানিয়েছেন মুর্মু | দেশের বর্তমান নিয়েও গর্বপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি | তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভিড টিকা দিয়ে ভারত বৃহত্তম টিকাকরণ অভিযান সম্পন্ন করেছে | ২০০ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারার জন্য ভারতের সকল নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন তিনি | কোভিড অতিমারি মোকাবিলায় বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় ভারত অনেক ভাল কাজ করেছে বলেও দাবি করেছেন মুর্মু |