প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহাকরণে বড়সড় অগ্নিকাণ্ড | মঙ্গলবার সন্ধে ছ’টা নাগাদ মহাকরণের একতলায় থাকা স্বরাষ্ট্রদফতরের একটি ঘরে আগুন লাগে | দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছোয় ঘটনাস্থলে, চলে আগুন নেভানোর চেষ্টা | ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু | ৫ নম্বর গেটের কাছে থাকা ঘরটিতে আগুন লেগেছিল | খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু,উপস্থিত রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনার | ঘটনাস্থলে এসেছিলেন দমকলের ডিজি | দমকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন | স্বরাষ্ট্রদফতরের ওই ঘরের ভিতরে থাকা একাধিক গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে | বিকল হতে পারে দফতরের একাধিক কম্পিউটারও | দমকল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে একটি কম্পিউটরের তারে শর্ট সার্কিট হয়েছিল | আর তা থেকেই ছড়িয়ে পড়েছিল আগুন | পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে |