দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিখোঁজ,এমনই দাবি করেছিল সিবিআই | তারপর তাঁর নিরাপত্তা তুলে নেয় রাজ্য পুলিশ | কলকাতা হাইকোর্টকে এই নিখোঁজের কথা জানানো হয় | তারপর জারি করা হয় লুকআউট নোটিশ | তারপরই সংবাদমাধ্যমকে ফোনে তিনি জানিয়েছিলেন, কলকাতায় আছেন | যাদবপুরে নিজের বাড়িতে আছেন | আজ, শনিবার নিজের বাড়ির বারান্দায় হাজির হতে দেখা গেল মানিক ভট্টাচার্যকে| বলা হয়েছিল, বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না | যে জন্য আইনি পরামর্শ নিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ইডির আধিকারিকরা | আইনজীবীদের সঙ্গে পরামর্শের পরই লুকআউট নোটিস জারি করা হয় | আর তারপরই সবাইকে চমকে দিয়ে শুক্রবার দুপুরের পর তাঁর পরিচিত সাংবাদিকদের ভিডিও কলে কথা বলতে শোনা যায় মানিকবাবুকে | তিনি বলেন, ‘‘আমি আমার যাদবপুরের ফ্ল্যাটেই আছি | কোথাও যাওয়ার প্রশ্ন নেই। কোথাও যাইনি | কেন এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার কোনও সদুত্তর আমার কাছে নেই | কারণ এই বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না | কিন্তু যে সমস্ত সংস্থা আমাকে যখন যেভাবে, যা সহযোগিতার কথা বলেছে, যা আমার কাছে নির্দেশ এসেছে সেগুলি আমার তরফ থেকে কখনও লঙ্ঘন করা হয়নি | কিন্তু কেন এই বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি জানি না | আমার স্বাভাবিক জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে | সূত্রের খবর, বাড়ির বারান্দায় প্রাক্তন শিক্ষাকর্তার দেখা মিলল শনিবার সকালে | মানিক ভট্টাচার্য বারবার দাবি করেছেন, তিনি কোথাও পালাননি | তার প্রমাণ দিতেই এদিন এমন পদক্ষেপ করলেন তিনি | পাশাপাশি বাড়ির বারান্দা থেকে এক বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, ‘তদন্তে কোনও অসহযোগিতা করিনি | ’ এই ঘটনা এখন জোর আলোড়ন ফেলেছে | আজ সকাল ৯টা নাগাদ বারান্দায় বেরিয়ে আসেন তিনি | বারান্দায় বেরিয়ে এসে তিনি প্রমাণ দিলেন পালিয়ে যাননি|আজ, শনিবার সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি বাড়িতেই আছি | ছবিতে দেখে নিয়েছেন, এবার নিশ্চিত হলেন তো? দয়া করে আমাদের সাধারণ জীবনযাপন করতে দিন |’ আর এই ঘটনা নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘জানা নেই এর পিছনে কী রহস্য আছে | হয় ওঁকে ইডি চেনে না, না হলে অন্য কোনও রহস্য আছে |’