Breaking News

এসএসসি দুর্নীতিতে সিবিআইয়ের জালে আরেক মিডলম্যান,ধৃতকে শনিবার আদালতে পেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার আরও একজন মিডলম্যানকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার নিউটাউন থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করবে তদন্তকারীরা।প্রসন্ন কুমার রায় নামে ওই মিডলম্যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। শুক্রবার সন্ধেয় তাকে নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। শনিবার তাকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আরজি জানাবে সিবিআই।প্রসঙ্গত এর আগে প্রদীপ সিং নামে একজন মিডলম্যানকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করে প্রসন্নর নাম পান গোয়েন্দারা। এরপর প্রসন্নের খোঁজে তল্লাশি শুরু করে শুক্রবার নিউটাউন থেকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ধৃত প্রসন্ন রায় এসএসসি’র নিয়োগ দুর্নীতিতে মিডিলম্যানের ভূমিকা পালন করত। ওই ব্যক্তি প্রদীপ সিং এর অধীনে কাজ করত। চাকরিপ্রার্থীদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়াই তার মূল কাজ ছিল বলে জানা গিয়েছে। টাকার বিনিময়ে প্রসন্ন এই কাজ চালিয়ে যেত। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তদন্তকারীরা এসএসসির উপদেষ্টা কমিটির একাধিক সদস্যকে গ্রেফতার করেছে।সিবিআই সূত্রে খবর, প্রসন্নও প্রদীপের মতো অযোগ্য প্রার্থীদের এসএসসি নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত। তার বিনিময়ে বিপুল টাকাও নিত। তবে ঠিক কোন কোন এসএসসি নিয়োগ কর্তার সঙ্গে যোগাযোগ করাত সে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সে সংক্রান্ত তথ্যের খোঁজে প্রসন্নকে ইতিমধ্যে একপ্রস্থ জেরা করা হয়। গ্রেফতারির পর শুক্রবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সূত্রের খবর, হেফাজতে নেওয়ার পর প্রদীপ ও প্রসন্ন দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *