দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহালয়ার তিনদিন আগেই কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের উদ্বোধন করে শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আরও দুটি পুজোমণ্ডপের উদ্বোধন হল সল্টলেকের এফডি ব্লক ও টালা পার্ক প্রত্যয় । বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে শ্রীভূমির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুজিত বসুকে ‘বাবু’ সম্বোধন করে বলেন, ‘‘সুজিতবাবুকে একটা অনুরোধ করছি, রাস্তা যেন বন্ধ না হয়। লোক প্লেন ধরতে পারল না, ট্রেন ধরতে পারল না তেমনটা যেন না হয়।’ হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি গৌরব শর্মাকে (বিধাননগরের কমিশনার) বলছি। নতুন এসেছে। তুমি কিন্তু খেয়াল রাখবে। যদি রাস্তা বন্ধ হয় তবে আমায় ফোন করবে। আমি তখন বিশ্ববাংলা থেকে ঘচাং ফু করে দেব।’তিনি দমকলমন্ত্রীকে মনে করিয়ে দেন, ‘তুমি যখন একজন মন্ত্রী তোমাকে সাধারণ মানুষের হয়ে উঠতে হবে।’তিনি আরও বলেন, ‘আমি কিন্তু পুজোয় ছুটি কাটাই না।ইঞ্চি ইঞ্চিতে নজর রাখি। রাস্তায় যখন মানুষ থাকেন আমি পাহারাদার হিসাবে পাহার দিই। কোথায় কী হচ্ছে সব খবর রাখি।’প্রথমে এদিন তিনি গিয়ে উপস্থিত হন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানকার পুজো মণ্ডপ উদ্বোধন করার পর তিনি আসেন সল্টলেক এফডি ব্লকে।
পরবর্তীতে টালা প্রত্যয় ক্লাবের পুজো উদ্বোধন করেন তিনি। টালা প্রত্যয় ক্লাবের দুর্গা প্রতিমা এবং মণ্ডপসজ্জা দেখার পর প্রশংসা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
চলতি সপ্তাহে হাতে গোনা কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন থাকলেও আগামী সপ্তাহ থেকে প্রতিদিনই প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন না কোন পুজো মণ্ডপ উদ্বোধন করবেন,এমনটাই খবর মিলেছেন নবান্ন সূত্রে। শুধুমাত্র শহর কলকাতার পুজো নয় তিনি জেলার পুজো গুলিকেও ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে।