Breaking News

শুরু হল ট্রায়াল রান, নিউ গড়িয়া থেকে রুবি অবধি ছুটবে মেট্রো,আরও মেট্রো পাওয়ার পথে কলকাতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুজোর আগেই ট্রায়াল রান হল কলকাতার আরও এক মেট্রো লাইনে। শনিবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ ট্রায়াল রান শুরু হয়। নিউ গড়িয়া থেকে রুবির উদ্দেশে রওনা দেয় একটি নন-এসি মেট্রো রেক। যা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো লাইনের অন্তর্গত।এরপর রেলের সেফটি কমিশনের ছাড়পত্র পেলেই এই রুটে মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।এক দশকেরও বেশি সময় পার। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো চালু হল না এখনও। বরং জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক কারণে বারবার আটকে গিয়েছে কাজ। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৬ কিমি পথে অবশ্য মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। এবার শুরু হল ট্রায়াল রান। মেট্রো সূত্রে খবর, আপাতত ৫ স্টেশনে উপর দিয়ে একটি লাইনেই পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে, এ বছরের শেষের দিকে মেট্রো চালুও হয়ে যাবে।
গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত ৩২ কিলোমিটারের বদলে আপাতত পরিষেবা শুরু হবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ-১ অর্থাৎ ৬.২ কিলোমিটার পথে। মোট পাঁচটি স্টেশন থাকছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। স্বাভাবিকভাবেই গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চললে ওই চত্ত্বরের অফিসযাত্রীরা বাড়তি সুবিধা পাবেন।এদিকে চলতি মাসেই মেট্রো ট্রায়াল রান হয়েছে জোকা-বিবাদিবাগ রুটে। ১৬ সেপ্টেম্বর, শুক্রবার পরীক্ষামূলক মেট্রো চালানো হয় জোকা থেকে তারাতলা পর্যন্ত। দুটি প্রান্তিক স্টেশনের দূরত্ব সাড়ে ৬ কিমি। এই ট্রায়াল রানে সর্বোচ্চ গতি ছিল ২৫ কিমি। ট্রায়াল রানের জন্য সড়ক পথে জোকায় আনা হয়, কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন এসি রেক। এই রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *