প্রসেনজিৎ ধর, কলকাতা :- গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের সঙ্গীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। মনে করা হচ্ছে, আরবের কোনও দেশ কিংবা মালয়েশিয়ায় গা ঢাকা দিয়ে প্রতারণা চক্র চালাচ্ছে আমির সঙ্গী শুভজিৎ শ্রীমানি। ই নাগেটস কাণ্ডের তদন্ত নেমে শুভজিতের হদিশ পায় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় কিংপিং আমির খান সহ ৫ জন গ্রেফতার হয়েছে | তদন্তকারীরা জানতে পেরেছেন, শুভজিৎ শ্রীমানি আমির খানের ঘনিষ্ঠ। স্বয়ংক্রিয় কম্পিউটার এবং সার্ভারের মাধ্যমে দুবাই থেকে এই গেম চালনা করত। গত বুধবার আমির খানের সল্টলেকের অফিসে হানা দিয়ে ১৯০০-এর বেশি সিম, একাধিক এটিএম, ব্যাঙ্কের নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করেছিল পুলিশ। তার পরেই পুলিশের সন্দেহ হয় এই ঘটনার সঙ্গে বিদেশ যোগ রয়েছে। উঠে আসে দুবাই যোগ। বুধবারের পর গত বৃহস্পতিবারও আমিরের একাধিক অফিসে হানা দেয় কলকাতা পুলিশ।গিরিশ পার্ক, পার্কস্ট্রিট, নিউমার্কেট এবং বেহালার অফিসে পুলিশ তল্লাশি চালায়। সেখান থেকেও বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। এই সমস্ত অফিসের মাধ্যমে জালিয়াতি করা হতো বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।জানা যায়, আমিরের একাধিক অফিস রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। তাঁকে জেরা করে সল্টলেকের অফিসের খোঁজ পায় পুলিশ। সেখানে হানা দিতেই চক্ষু ছানাবড়া দুঁদে পুলিশকর্তাদের। দেখা যায়, বাইরে থেকে অফিস বন্ধ। কোনও কর্মী নেই। কিন্তু ভিতরে চলছে কল সেন্টার। নিজে থেকে চালু-বন্ধ হচ্ছে সমস্ত মেশিন, সার্ভার। স্বয়ংস্ক্রিয়ভাবে কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিমোটের মাধ্যমে আরব থেকে সমস্তটা পরিচালনা করা হচ্ছে। উঠে আসে আমিরের সঙ্গী শুভজিৎ শ্রীমানির নাম।