Breaking News

পুজোর দিনগুলিতে কতক্ষণ অন্তর চলবে মেট্রো, কখন ছাড়বে শেষ মেট্রো,দেখে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উৎসবে বেড়ানোর পরিকল্পনা করার আগে জেনে নিন মেট্রো পরিষেবার সময়সূচি।সপ্তমী থেকে নবমী পর্যন্ত উত্তর-দক্ষিণ শাখায় (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সারা রাত চলবে মেট্রো। ষষ্ঠী (১ অক্টোবর) থেকে ত্রয়োদশী (৮ অক্টোবর) পর্যন্ত প্রথম এবং শেষ মেট্রোর সূচি দেখে নিন –

পুজোর ষষ্ঠীতে মেট্রোর সময়সূচি:-

দুর্গাপুজোর ষষ্ঠীতে আপ-ডাউন অভিমুখে মোট ২৮৮ টি (১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন) মেট্রো চলবে। ষষ্ঠীতে বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রোর সময় দেখে নিন –
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট।
দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।
কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রোর সময়সূচি

দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রোর ২৪৮ টি মেট্রো (আপ অভিমুখে ১২৪ টি এবং ডাউন অভিমুখে ১২৪ টি মেট্রো) চলবে। রাতভর (দুপুর একটা থেকে ভোর পাঁচটা) মেট্রো চলবে।

প্রথম মেট্রোর সময়

দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
শেষ মেট্রোর সময়

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৩ টে ৪৮ মিনিট।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৩ টে ৫০ মিনিট।
দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: ভোর ৪ টে।
কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: ভোর ৪ টে।
দশমীতে মেট্রোর সময়সূচি

আগামী ৫ অক্টোবর তথা দশমীতে আপ-ডাউন অভিমুখে মোট ১৩২ টি মেট্রো চলবে। দুপুর একটা থেকে পরিষেবা শুরু হবে। চলবে রাত ১১ টা পর্যন্ত।
প্রথম মেট্রোর সময়
দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
শেষ মেট্রোর সময়

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৮ মিনিট।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৫০ মিনিট।
দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা।
কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা।

দশমীর পর প্রায় স্বাভাবিক ছন্দে ফিরে যাবে মেট্রো। একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ ও ডাউন অভিমুখে মোট ২৩৪ টি মেট্রো চলবে।মেট্রো স্টেশন গুলিতে যাতে পুজোর দিনগুলিতে ভিড় হলেও পর্যাপ্ত নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ বজায় থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *