দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এই প্রথমবার সুব্রত মুখোপাধ্যায়হীন পুজো দেখল একডালিয়া এভারগ্রিন। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে রেড রোডে কার্নিভালে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল একডালিয়া এভারগ্রিন ক্লাব। নিয়ম মেনে একদশীতে বাজে কদমতলা ঘাটে অনাড়ম্বরভাবে প্রতিমা নিরঞ্জন করলেন ক্লাবের সদস্যরা। মুখ্যসচিবকে চিঠি দিয়ে কার্নিভালে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন তারা।গত বছর ৪ নভেম্বর প্রয়াত হয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে ছাড়া একডালিয়ার পুজো ভাবাই যেত না। তিনি না থাকলেও এ বছর পুজো করছেন ক্লাব সদস্যরা। কিন্তু সুব্রতর স্মৃতি তাড়া করে বেড়িয়েছে প্রতি মুহূর্তে। খোদ মুখ্যমন্ত্রীও পুজো উদ্বোধন করতে এসে স্মৃতিমেদুর হয়ে পড়েন। সদ্য বসানো সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি মালা দিয়ে মূর্তির অবয়ব পছন্দ না হাওয়ায় তা পাল্টাতেও বলেন। মণ্ডপে প্রবেশের মুখে মালা দিয়ে রাখা তাঁর ছবির নীচে লেখা ছিল ‘এতো আনন্দ আয়োজন। সবই বৃথা তোমায় ছাড়া।’ কমিটির কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র বলেন, ‘মুখ্যসচিবকে চিঠি লিখে জানানো হয়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পুজো হলেও এই বছর কার্নিভালে একডালিয়ার প্রতিমা থাকছে না। প্রতি মুহূর্তে তাঁর অভাব আমরা অনুভব করছি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজাকদমতলা ঘাটে প্রতিমার বিসর্জন দিয়েছেন উদ্যোক্তারা। আগামী বছর অংশ নেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তাঁরা।১৯৭২ থেকে ২০২১। টানা ৬ দশক বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন ক্লাবের সভাপতি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। স্রেফ সভাপতিই নন, ক্লাবের দুর্গাপুজোর সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। বস্তুত, একডালিয়ার পুজো আর সুব্রত মুখোপাধ্যায় সমার্থক হয়ে ওঠেছিলেন। সেই পথচলা এখন অতীত। ২০২১ সালে কালীপুজোর দিন প্রয়াত হন রাজ্যের তৎকালীন পঞ্চায়েতমন্ত্রী।