প্রসেনজিৎ ধর, কলকাতা :-কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা। সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর প্রতিমা-সহ ট্যাবলোতে ধাক্কা বেপরোয়া ট্যাক্সির। ক্ষতিগ্রস্ত ট্যাবলো। সূত্রের খবর, ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে ট্যাক্সি। ফলে ট্যাবলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জঙ্গলকন্যা থিমে সজ্জিত এই রামমোহন সম্মিলনীর সঙ্গে থাকবেন ঝাড়গ্রাম থেকে আসা শিল্পীরা। যাদের নেতৃত্বে বীরবাহা হাঁসদা। অভিযোগ, রেষারেষি করতে গিয়ে ট্যাবলোটির পিছন দিকে ধাক্কা মারে ট্যাক্সিটি। আর এই পুজোর অন্যতম উদ্যোক্তা কুণাল ঘোষ। পুজো কমিটির সদস্য কুণাল ঘোষ জানান, ট্যাবলো মেরামতির চেষ্টা চলে । ওই ট্যাক্সিটিকে হেস্টিংস থানায় নিয়ে গিয়েছে পুলিশ।সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো এবার ৭৮ বছরে পড়ে। পুজোয় তাদের থিম ছিল ‘জঙ্গলকন্যার জগৎ’। এ পুজোর মুখ্য উপদেষ্টা মন্ত্রী বীরবাহা হাঁসদা। শিল্পী তাপসী সাহা চক্রবর্তী দশ আঙুলে তিল তিল করে তৈরি করেন জঙ্গলকন্যাকে। যে কন্যা তাঁর বুকে ধরে আছে মুণ্ডা, লোধা, শবর, কুরমি, খেড়িয়া, বাগদিদের। এ পুজোর মস্তিষ্ক যেহেতু জঙ্গলমহল, তাই থিমের উদ্বোধনও হয়েছিল সেখানেই। জঙ্গলমহলে যেমন নিকোনো উঠোনের মাটির বাড়ি দেখা যায়, মণ্ডপও তেমনই মাটির তৈরি করা হয়। মণ্ডপ, প্রতিমা মুগ্ধ করে সকলকেই। তবে কার্নিভ্যালের আগে এমন বিপত্তিতে স্বাভাবিকভাবেই মনখারাপ উদ্যোক্তাদের। কার্নিভালের জেরে বন্ধ থাকবে খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কইনসওয়ে, এসপ্ল্যানেড র্যাম্প, প্ল্যাসে গেট রোড ও মেয়ো রোড কয়েক ঘণ্টার জন্য বন্ধ রয়েছে । এছাড়াও শহরের কয়েকটি রাস্তায় পার্কিং করাও যাবে না। এছাডা়ও কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কারণে, ওই রাস্তাগুলির গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দর্শনার্থীদের এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, আউটরাম রোড, মেয়ো রোড অথবা আরআর অ্যাভিনিউ ধরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।