প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন আন্দোলন নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ মেডিক্যালের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনে। কিন্তু, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে না তুললে বৈঠক হবে না। এই অবস্থায় মেডিক্যালের জট তুঙ্গে।কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রের খবর, সোমবার রাতেই অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ফোন করেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। তিনি পড়ুয়াদের খোঁজ নেওয়ার পাশাপাশি অধ্যক্ষকে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেখানে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি তাহলে স্বাস্থ্যভবনের বৈঠকে কীভাবে সমাধান সূত্র বেরিয়ে আসবে? পরে তিনি সাফ জানিয়ে দিয়েছেন অনশন না তুললে বৈঠক হবে না। কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রের খবর, সোমবার রাতেই অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ফোন করেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, বৈঠক হবে কিনা এখনও স্পষ্ট নয়। তবে কোনও জিনিস অনন্তকাল ধরে চলতে পারে না।গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশে পড়ুয়াদের সঙ্গে সুপারের ঘরে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, সেই বৈঠকেও কোনও রফাসূত্র মেলেনি। কার্যত খালি হাতেই ফিরতে হয় স্বাস্থ্যমন্ত্রীকে। এরপরেই স্বাস্থ্যভবন থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রোগীদের স্বার্থে হাসপাতালের ভিতরে কোনও রকমের আন্দোলন করা যাবে না। তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একথা জানানো হলেও ২২ ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন পড়ুয়ারা। শুক্রবার পাঁচ জন ছাত্র অনশন শুরু করেন। তার মধ্যে গতকাল একজন অসুস্থ হয়ে ভর্তি আছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এই অবস্থায় জট কবে কাটবে সে দিকেই তাকিয়ে রয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যালের অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আবারও স্বাস্থ্য সচিবকে ফোন করে বৈঠক হবে কি না সে বিষয়টি জানতে চাইবেন।এদিকে রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কোনও মিটিং, মিছিল বরদাস্ত করা হবে না। ফলে এদিন দুপুরে প্রস্তাবিত নাগরিক মিছিল হাসপাতালের বাইরে হতেই পারে। কিন্তু কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে নয়, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন।
Hindustan TV Bangla Bengali News Portal