Breaking News

সরস্বতী পুজোর মন্ডপ, প্রসাদ,আলপনার জন্য টেন্ডার ডাকল কলকাতা বিশ্ববিদ্যালয়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরস্বতী পুজোর জন্য টেন্ডারের ডাক। তাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পুজোর মন্ডপ তৈরি, আলপনা সামগ্রী এবং প্রসাদের জন্য টেন্ডারের ডাক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে এই টেন্ডার নোটিশ। কর্তৃপক্ষের দাবি স্বচ্ছতা বজায় রাখতে টেন্ডার ডাকা হয়েছে সরস্বতী পুজোয়। পুজোর আয়োজন, ৬-৭ ফুটের প্রতিমা-সহ অন্যান্য দশকর্মার জিনিস কেনার কাজ, আলপনা দেওয়া, প্রসাদ বিতরণের মতো কাজ বিশ্ববিদ্যালয় নির্ধারিত কমিটি করবে ওই এজেন্সির মাধ্যমে।

তাদের টাকা মিটিয়ে দেবে বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা পুজোয় যেমন অংশ নেওয়ার নেবেন। প্রাক্তন কোনও ছাত্রছাত্রীর প্রবেশাধিকার নিষেধ। কোনও সাউন্ড বক্স বাজানো যাবে না। প্রতিমা বিসর্জনের দায়িত্বেও থাকবে ওই কমিটি। প্রথমে ছাত্রছাত্রীদের নোটিস দিয়ে সে কথা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তার সঙ্গেই নির্দিষ্ট কাজগুলি করার জন‌্য টেন্ডার ডাকা হয়েছে।২৬ জানুয়ারি সরস্বতী পুজো। এই অবস্থায় এসএফআই, ডিএসও-র মতো বিরোধী ছাত্র সংগঠনগুলির তরফে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আরজি জানানো হয় রেজিস্ট্রার দেবাশিসকুমার বসুর কাছে। এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ‌্যালয়ের আঞ্চলিক কমিটির সম্পাদক সম্পৃক্তা বসুর অভিযোগ, “পুজোর নামে ছাত্রছাত্রীদের থেকে জোর করে চাঁদা আদায়, পুজোর দিন মদ‌্যপ অবস্থায় অসভ‌্যতা চলে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে। ক‌্যাম্পাসে এটা হতে দেওয়া যায় না। তাই রেজিস্ট্রার স্যারকে জানাই।”কলেজ স্ট্রিট, বালিগঞ্জ সায়েন্স কলেজ, টেকনোলজি ক্যাম্পাস সল্টলেক, আলিপুর ক্যাম্পাস ও হাজরা ল কলেজ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ ক্যাম্পাসের জন্য টেন্ডার ডাকা হয়েছে। তবে কারণ হিসাবে কর্তৃপক্ষ স্বচ্ছতা বললেও আড়ালে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অনেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *