দেবরীনা মণ্ডল সাহা :- হাওড়ার বাগনান বাজারে বিধ্বংসী আগুন লাগায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ড ঘটার জেরে ভস্মীভূত হয়ে গেল ১৫টি দোকান। আজ, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। সেটা দেখেই তাঁরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। আর দমকলকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন বলে খবর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ হাওড়ার বাগনান বাজারে বিধ্বংসী আগুন লাগে। ভোরের অন্ধকারে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা দু’ঘণ্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টে নাগাদ বাগনান বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে প্রথমে আগুন দেখা যায়। একটি দোকানে প্রথম আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের জেরে ১৫টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে খাবারের দোকান, কাপড়ের দোকান, মোবাইলে দোকান–সহ বিভিন্ন দোকান।কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী ও পুলিশ। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে। বাজারে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।
Hindustan TV Bangla Bengali News Portal