দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ৷ আর দিনের শুরুতেই সকালবেলা বেহালার ঠাকুরপুকুরে বাসের রেষারেষির বলি হলেন এক মহিলা৷ছেলের স্কুটিতে চড়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা রূপা মণ্ডল৷স্থানীয় সূত্রে খবর, দুটি বাস রেষারেষি করছিল। তার জেরেই পথ দুর্ঘটনা ঘটে এবং প্রাণ যায় মহিলার। নিহত এই মহিলা জোকার ইএসআই হাসপাতালে আয়ার কাজ করতেন। রবিবার সেখানে তাঁর নাইট ডিউটি ছিল। আর নাইট ডিউটি শেষ করে আজ, সোমবার সকালে ছেলের স্কুটিতে চড়ে ঠাকুরপুকুরের বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তাঁর ছেলেও আহত হন। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।আজ, সোমবার সকালে দুটি বেসরকারি বাস রেষারেষি করতে করতে আসছিল।
ঠাকুরপুকুর থ্রিএ বাসস্ট্যান্ডের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর ওই স্কুটিতে গিয়ে ধাক্কা মারে। এই বাসের ধাক্কার জেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। তখনই এসডি ১৬ রুটের একটি বাস ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। হেলমেট পরে থাকলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার বলে সূত্রের খবর। রাস্তায় বেসরকারি বাসের রেষারেষি প্রত্যেকদিনই চলছে। অতিরিক্ত যাত্রীর আশায় রেষারেষিতে জড়ান বাস চালকরা। তবে পথ দুর্ঘটনার পর চেষ্টা করেও পালাতে পারেনি ঘাতক বাসটি। সেটিকে আটকে রাখেন এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছে বাস এবং চালককে আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal