প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের ডি’লিট পেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগামী সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে এই সম্মান দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস| বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তৈরির সময় থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি মুখ্যমন্ত্রীর অবদান এবং বাংলার উচ্চ শিক্ষার অগ্রগতিতে তাঁর ভূমিকা অপরিসীম। তার জন্যেই তাঁকে এই সম্মান প্রদান করা হবে। ২০১৭ সালে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি নিজের যাত্রা শুরু করেছিল কলকাতার বুকে। নিউটাউনে এই বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।নিয়ম অনুযায়ী আচার্যই বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রদান করে থাকেন। তবে মঞ্চে যেহেতু পরিদর্শক তথা সাংবিধানিক প্রধান রাজ্যপাল স্বয়ং উপস্থিত থাকবেন তখন ডি’লিট প্রদান কে করবেন তা নিয়ে কৌতুহল আছে। সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ এই বিষয়টি স্পষ্ট করেনি। ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দিয়ে সেখানে শিক্ষামন্ত্রীকে বসাতে চেয়ে রাজ্য বিধানসভায় বিল পাশ করিয়ে রেখেছে রাজ্য সরকার। তবে তা এখনও আইন হিসাবে কার্যকর হয়নি। তাই রাজ্যপাল আনন্দ বোস সোমবারের অনুষ্ঠানে মঞ্চে পরিদর্শক হিসাবেই উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সেদিন দীক্ষান্ত ভাষণ দেবেন। মোট ৭৭০জন পড়ুয়ার হাতে ওই দিন শংসাপত্র তুলে দেওয়া হবে।
সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যাত্রা শুরু করে ২০১৭ সালে। নিউটাউনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ থেকে নানা পর্বেই মুখ্যমন্ত্রী সহায়তা করেছেন।বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতি অবদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উচ্চশিক্ষার অগ্রগতির জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্বিবিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট দিয়েছে।উল্লেখ্য, ২০১৮ সালের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাম্মানিক ডি’লিট প্রদান করা হয়েছিল । সেই সময় বাংলার রাজ্যপাল পদে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনিই নিজের হাতে ডি’লিট সম্মান তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে।