Breaking News

রবীন্দ্রসদনের কাছে টায়ারের শোরুমে অগ্নিকাণ্ড!ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন, উদ্ধার প্রৌঢ় সহ আটক ৩

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার সকালে রবীন্দ্রসদনের কাছে ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। ঠিক এক্সাইড মোড়ে টায়ারের গুদামে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। তাতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আর তার জেরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন | সূত্রের খবর, ওই শোরুমের মধ্যে এক প্রৌঢ় সহ তিনজন ব্যক্তি আটকে পড়েছিলেন। কালো ধোঁয়ায় চারপাশে ঢেকে যাওয়ায় অসুস্থ বোধ করতে শুরু করেন তাঁরা। জানা গিয়েছে, ওই প্রৌঢ় বিশেষভাবে সক্ষম। ফলে আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত বেরিয়ে আসতে পারেননি তিনি।জানা গিয়েছে, একটি টায়ারের শোরুমে আচমকাই আগুন লেগে যায়। সকাল সাড়ে ১০টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে শোরুমের কর্মচারিরা দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাছে বেগ পেতে হয় দমকল কর্মীদের।তিনতলা বিশিষ্ট ওই বিল্ডিংয়ের নীচের তলায় এই শোরুমটি রয়েছে।

প্রায় ৩০ মিনিট ভিতরে আটকে পড়েছিলেন তাঁরা।শোরুমের কাঁচ ভেঙে কোনওমতে ভিতরে ঢুকতে সক্ষম হন দমকলকর্মীরা। সিঁড়ি দিয়ে শোরুমের ভিতর থেকে পাঁজকোলা করে বের করে প্রৌঢ় সহ বাকিদের বিল্ডিংয়ের ছাদে নিয়ে যাওয়া হয়। ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা দেখছে দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনীও। ব্যস্ত রাস্তায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের উপরের তলগুলিতেও অন্য অফিসগুলি রয়েছে। সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ব্যক্তির আটকে পড়েন। দ্রুত তাঁদের উদ্ধার করে আনা হয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলের ডিজি এবং স্থানীয় কাউন্সিলর। তাঁরা জানান, দমকল বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে।এদিন সপ্তাহের শুরুতে এক্সাইড মোড়ের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ফলে যানজট তৈরি হয়। এতে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণ দক্ষিণ থেকে মধ্য কলকাতায় আসার বাস ওই রুটে নিয়ন্ত্রণ করতে হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *