প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রকাশিত হল টেট পরীক্ষার ফল। গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট হয়। ঠিক দু’মাসের মাথায় শুক্রবার টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। গত ১১ ডিসেম্বর হয়েছিল ২০২২ সালের প্রাথমিক টেট। অংশগ্রহণ করেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। পর্ষদ জানিয়ে দিয়েছিল, ৬০ শতাংশ নম্বর পেলে অর্থাৎ ৯০ পেলেই পরীক্ষার্থীদের টেট পাশের সার্টিফিকেট দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী টেটে পাশ করলেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিং। তিনি ১৫০-এর মধ্যে ১৩৩ নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থানাধিকারী হয়েছেন ৪ জন চাকরিপ্রার্থী। চারজনই মহিলা বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। দ্বিতীয় হয়েছেন যে চার জন তাঁরা হলেন হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তৃতীয়ও হয়েছেন চারজন।প্রথম দশে রয়েছেন ১৭৭ জন। এদিন ভারতের সুপ্রিম কোর্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গৌতম পাল। উল্লেখ্য, পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল এবারের টেট পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। পরীক্ষার সময়ই পরীক্ষার্থীদের উত্তরপত্রের একটি প্রতিলিপি দিয়ে দেওয়া হয়েছিল।
পরে প্রকাশ করা হয় প্রাথমিক উত্তর সংকেত। সেই উত্তর সংকেত দেখে পর্ষদের দেওয়া উত্তরগুলিকে চ্যালেঞ্জ করারও সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা যে সমস্ত প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করেছিলেন, সেগুলি খতিয়ে দেখে বৃহস্পতিবারই চূড়ান্ত উত্তর সংকেত অর্থাৎ ফাইনাল আনসার প্রকাশ করে পর্ষদ। তাতে কয়েকটি ভুল স্বীকারও করে নিয়েছে পর্ষদ।এদিন দুপুর দেড়টা নাগাদ ২০২২ সালের টেটের ফল প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।
গৌতমবাবু জানান, রেজাল্ট ঘোষণা হওয়ার পরই পর্ষদের ওয়েবসাইটে বাকি প্রায় ৬ লক্ষ ২০ হাজার টেট পরীক্ষার্থীও তাঁদের পরীক্ষার ফল জানতে পারবেন।