প্রসেনজিৎ ধর, কলকাতা :-জেলে আহত হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে মল ভরতি মগ ছুঁড়ল জঙ্গি মুসা। তাতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। থুতনিতে চোট পেয়েছেন তিনি। পার্থর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে বুধবার এসএসকেএমের একদল চিকিৎসক জেলে যান। তবে চিকিৎসকরা জানান, ধৃত প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ঠিকঠাকই রয়েছে।জেল সূত্রে খবর, একই জেলে রয়েছে আইএস জঙ্গি সন্দেহে আটক মুসা। শনিবার বিকেলে পার্থকে লক্ষ্য করে বাথরুমের নোংরা ছোড়ে জেলবন্দি মুসা। সেই নেংরা এড়াতে গিয়ে পড়ে যান পার্থ। তাঁর মুখে ও বুকে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় জেল হাসপাতালে।
এদিকে বিকেলে জেলের লকআপে বন্দিদের ঢোকাচ্ছিলেন জেল পুলিসকর্মীরা। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন ২ নম্বর সেলে। আর জঙ্গি মুসা রয়েছে সাত নম্বর সেলে। পার্থকে জেলের কর্মীরা বলেন তার সেলে চলে যেতে। কিন্তু তিনি বলেন, আর একটু ঘোরাঘুরি করে তিনি সেলে যাবেন। এনিয়ে পুলিসকর্মীদের সঙ্গে যখন পার্থ কথা বলছিলেন সেইসময় একট মগে শৌচালয়ের আবর্জনা নিয়ে পার্থর দিকে ছুড়ে দেয় মুসা। সেই আবর্জানা এড়াতে গিয়ে টাল সামলাতে পারেননি পার্থ। মুখ থুবড়ে পড়ে যান। তাঁর থুথনি, মুখ ও বুকে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁকে দেখেন। তাকে একটি টিটেনাস ইনজেকশন দেওয়া হয়। আপাতত তিনি ভালো রয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal