দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার পাতালপথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আর তার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। একইসঙ্গে মেট্রোয় আগুন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন যাত্রীরা। আজ, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখতে পান যাত্রীরা। মেট্রোয় আগুন আতঙ্ক ফেরায় রবীন্দ্রসদন স্টেশনে হইহই কাণ্ড বেঁধে যায়। নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে ধোঁয়া দেখা যাওয়ায় যাত্রীদের নামিয়ে খালি করা হল মেট্রোর রেক। তার জেরে ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২.২৩ নাগাদ নিউ গড়িয়াগামী মেট্রো রবীন্দ্রসদন স্টেশনে পৌঁছলে মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মেট্রো কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে সমস্ত রেক খালি করে দেওয়া হয়।
সাড়ে ১২টা নাগাদ মেট্রোটিকে নিউ গড়িয়া কারশেডের লক্ষ্যে পাঠানো হয়। ওই মেট্রোয় আর যাত্রীদের উঠতে দেওয়া হয়নি। মেট্রোয় কি আগুন লেগেছে, নাকি অন্য কোনও কারণে ধোঁয়া দেখা গেল, তার তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। ডাউন মেট্রো লাইনে এই ঘটনার জেরে পরিষেবা খানিকটা ব্যাহত হয়। ফলে বিভিন্ন স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ও হয়। পাশাপাশি ছড়িয়ে পড়ে আতঙ্ক। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা, আতঙ্কিত হওয়ার কারণ নেই। যাত্রীদের সুরক্ষায় সতর্ক কলকাতা মেট্রো । কীভাবে আগুন লাগল? এখন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই আতঙ্কের জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্য়াহত হয় মেট্রো পরিষেবা। এই মেট্রো যাত্রী নিয়ে নিউ গড়িয়া রওনা হয়েছিল। কিন্তু রবীন্দ্র সদন ঢোকার আগেই ট্রেনের পিছন দিক থেকে আগুনের শিখা দেখা যায় বলে যাত্রীদের অভিযোগ। তাই তড়িঘড়ি তাঁদের নামিয়ে দেওয়া হয়।
Hindustan TV Bangla Bengali News Portal