প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে সম্প্রতি বাতিল হয়েছিল গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিল হয়েছিল। এবার সেই ৮৪২টি শূন্যপদের মধ্যে থেকে ১০০টি পদে কর্মী নিয়োগের জন্য কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ১০ দিনের মধ্যে বাতিল কর্মীদের বদলে ওয়েটিং লিস্ট থেকে কর্মী নিয়োগ করতে হবে। এই আবহে এসএসসি বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগামী ২৩ মার্চ হতে চলেছে প্রথম দফার কাউন্সেলিং। প্রথম দফায় ১০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করবে এসএসসি।কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া গ্রুপ সি-র ৮৪২ পদে নিয়োগের নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। জানানো হয়েছে, প্রথম দফায় ১০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করবে এসএসসি। আগামী ২৩ মার্চ রয়েছে ওই কাউন্সেলিং। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি-র মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। তার মধ্যে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করে দেয় এসএসসি। সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরি বাতিলের কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই শূন্যপদে ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
সেই নির্দেশ অনুসারেই নিয়োগের নোটিস দিল এসএসসি।শুক্রবার এসএসসি একটি বিবৃতি জারি করে বলে, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের গ্রুপ সি চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। এই তালিকা প্রার্থীদের মেধা মেনে তৈরি করা হয়েছে।’ এদিকে বিজ্ঞপ্তিতে এসএসসি-র তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রথম পর্বের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে তালিকায় নাম থাকা প্রার্থীদের। সেদিন যাঁদের কাউন্সেলিং হবে, তাঁদের প্রত্যেককেই চিঠি পাঠানো হয়েছে। কমিশনের ওয়েবসাইট থেকেও যোগ্য প্রার্থীরা চিঠি ডাউনলোড করে নিতে পারেন।