Breaking News

অনলাইনে জমা করতে হবে পুরকর্মীদের সম্পত্তির হিসাব,বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা পুরসভার চাকরিতে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর তারপরই কড়া পদক্ষেপ করল পুর–কর্তৃপক্ষ। এবার থেকে অনলাইনে জমা করতে হবে সম্পত্তির হিসেবনিকেশ। তবে এটা শুধুমাত্র কলকাতা পুরসভার কর্মীদের জন্য পদক্ষেপ করা হয়েছে। সম্পত্তির হিসাব এবার তাঁদের অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। পুরসভা সূত্রের খবর, এতদিন চিরকুটে লিখে সম্পত্তির খতিয়ান পেশ করতেন পুরসভার কর্মীরা। আর সেই কাগজে পেস করা সম্পত্তির খতিয়ানে তেমন গুরুত্বও দিতেন না দায়িত্বপ্রাপ্ত পুর আধিকারিকরা। ফলে, কোন কর্মীর কত সম্পত্তি বাড়ল, সেই তথ্য সাধারণত সামনে আসত না। পুরকর্মীদের দেওয়া নিজেদের সম্পত্তির হিসাবের কাগজ আলমারিতে ফাইলবন্দি অবস্থায় থেকে যেত।

কিন্তু এবার নিয়ম করে ব্যবস্থায় বদল আনতে চলেছে পুর কর্তৃপক্ষ। গোটা বিষয়টির উপর পুরসভার তরফে করা নজর রাখা হবে।অনলাইনে হিসাব পেশের ব্যবস্থা চালু হওয়ার ফলে যখন-তখন তা দেখা যাবে। পাশাপাশি কোনও পুরকর্মীর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির যদি সন্ধান পাওয়া যায়, তবে দ্রুততার সঙ্গে সেই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা যাবে। শুধু তাই নয় আয়ের সঙ্গতিহীন সম্পত্তি নজরে পড়লে সংশ্লিষ্ট কর্মীকে শাস্তির মুখে পড়তে হবে। প্রসঙ্গত পুরকর্মীদের পদোন্নতির সময়ে দেখা হয়, বিগত বছরগুলোতে তিনি সময় মতো সম্পত্তির হিসেব দিয়েছেন কি না।সম্প্রতি কলকাতা পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। যার জেরে নতুন নিয়ম তৈরি হয়েছে নিয়োগে। জেলাশাসকের মাধ্যমে এবার নিয়োগ হবে পুরসভায়। অয়ন শীল গ্রেফতার হতেই এই নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে। আর এখন বিজ্ঞপ্তি জারি করে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসাব জমা করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট’–ও জমা করতে হবে নির্ধারিত সময়েই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *