Breaking News

বিমানের উইন্ড স্ক্রীনে চিড়,সৌদির বিমানকে তড়িঘড়ি অবতরণ করানো হল কলকাতায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। এবার কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ। জানা গিয়েছে, শনিবার সকালে সৌদি আরব এয়ারলাইন্সের একটি কার্গো বিমানের এমারজেন্সি ল্যান্ডিং হয় দমদম বিমানবন্দরে। বিমানটির কাচে চিড় দেখা যায়। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে পাইলট সরাসরি ATC-তে যোগাযোগ করেন। নিকটবর্তী বিমানবন্দর হিসেবে কলকাতাতেই বিমানটিকে নামানোর অনুমতি দেওয়া হয়।এটি একটি কার্গো বিমান ছিল।

সৌদি আরবের বিমান সংস্থার ওই বিমানটি মালপত্র নিয়ে হংকংয়ের দিকে যাচ্ছিল। এদিকে মাঝ আকাশেই বিমানের সামনে কাঁচে চিড় ধরেছে বলে বোঝা যায়। এরপর আর কোনও ঝুঁকি নেয়নি সংশ্লিষ্ট বিমান। তারা দ্রুত কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে। এরপরই শনিবার সকালে কলকাতা বিমানবন্দরেই জরুরী অবতরণ করে হংকংগামী ওই বিমান।এদিকে শনিবার ১১টা ৩৭ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে বিমানবন্দরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। মূলত আপৎকালীন পরিস্থিতিতে বিমানটি যাতে নিরাপদে নামতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়। এরপর বেলা ১২টা ২ মিনিট নাগাদ সৌদির ওই বিমান কলকাতা বিমানবন্দরের মাটি স্পর্শ করে। এরপরই বিমান বন্দরে জরুরী অবস্থা প্রত্যাহার করা হয়।বিমানটিতে চারজন ক্রু সদস্য ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর।এদিকে অভিজ্ঞ মহলের মতে, এভাবে বিমানের উইন্ড স্ক্রিনে চিড় ধরলে বড় ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু বিমানের স্টাফরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর বিমানবন্দরের তরফে জরুরীকালীন সব ব্যবস্থা নেওয়া হয়।চলতি বছর ফেব্রুয়ারি মাসেও ঠিক একইভাবে মাঝ আকাশ থেকে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে নামানো হয় ব্যাংককগামী একটি স্পাইসজেটের বিমানকে। টেক অফের পরই পাইলটের নজরে আসে বিমানের বাঁ দিকে ইঞ্জিনের একটি ব্লেড ভাঙা। বিপদের আশঙ্কা করে বিমানের পাইলট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত সম্পূর্ণ এমারজেন্সি ঘোষণার কথা জানান তিনি। এরপরই স্পাইসজেটের ওই যাত্রীবাহী বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করানো হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *