Breaking News

জোড়াসাঁকোর রবীন্দ্রভারতীর ভিতরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে বেশকিছু বেআইনি নির্মাণ। আর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আর তার প্রেক্ষিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালযের ভিতর যে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ আছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জোড়াসাঁকোয় অনৈতিক নির্মাণে কড়া কলকাতা হাইকোর্ট । রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়ি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যাবতীয় অবৈধ নির্মাণ আগামী ৪৫ দিনের মধ্যে ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে।কলকাতা পুরসভাকে ভর্ৎসনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম বলেন, “আগামীকালের মধ্যে ভাঙুন। বিশ্ববিদ্যালয় বা কেউ বলেনি অনৈতিক নির্মাণ হয়নি। এতদিন কেন ফেলে রেখেছেন? দ্রুত বেআইনি নির্মান সরিয়ে ফেলুন।” পুরসভাকে তাঁর প্রশ্ন, “আপনি যদি চোখ বন্ধ করে থাকেন কী করে হবে? আপনি শহরের অভিভাবক। ইচ্ছে থাকলে ছ’ঘণ্টার মধ্যে কাজ শুরু করা যায়।”আদালত জানিয়েছে, এই কাজে যাবতীয় খরচ পুরসভা বহন করবে। এদিকে এই বেআইনি নির্মাণ দেখা গিয়েছে, জোড়াসাঁকোর রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে।

তা নিয়ে বেশ কয়েকদিন আগে জোর চর্চাও শুরু হয়েছিল। তারপর এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ক্যাম্পাসের অন্দরের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এই হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফেরাতেই এমন নির্দেশ দিয়েছে আদালত। এমনকী আদালতের নির্দেশ কার্যকর করে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতা পুরসভাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির মন্তব্য, ‘দ্রুত এই নির্মাণ ভাঙা দরকার। বুধবারের মধ্যে ভেঙে ফেলুন। সবাই মেনে নিয়েছে সেখানে নিয়ম মেনে নির্মাণ হয়নি। তাই আর ফেলে রাখার প্রয়োজন নেই।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *