প্রসেনজিৎ ধর, কলকাতা :- আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ফের মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল করার অনুমতি দেন বিচারপতি। এর ফলে ১ মাসের মধ্যে দ্বিতীয়বার আদালতের অনুমতিতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে যাবে মিছিল।গত ৬ মে হাইকোর্টের নির্দেশেই ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় অর্থাৎ হরিশ মুখার্জি রোডে মহামিছিল করেছিলেন। এবার ফের একবার ওই একই জায়গায় মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এদিন জানান, হরিশ মুখার্জি রোডে মিছিল করতে পারবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলাকারীদের অভিযোগ ছিল, ওয়েটিং লিস্টে থাকা অনেকেই প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।গত ৬ মে আদালতের অনুমতি নিয়ে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে ডিএ -র দাবিকে মিছিল করেন সরকারি কর্মীরা। মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সেই মিছিল শেষ হতেই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা লাগু করে দেয় প্রশাসন। একই রাস্তায় মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ১৭ মে শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করার পরিকল্পনা রয়েছে বলে জানান তাঁরা। চাকরিপ্রার্থীদের আবেদন মঞ্জুর করে বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত মিছিল করতে পারবেন আবেদনকারীরা। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে পর্যন্ত মিছিল যাবে। মিছিলের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শৃঙ্খলা মেনে চলতে নির্দেশ দিয়েছেন আবেদনকারীদেরও।