দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকে ৩৬,০০০ চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। মঙ্গলবারই মামলার শুনানি হতে পারে।শুক্রবার প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।
২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাঁর কড়া নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সংখ্যক চাকরি বাতিলের নজির |আদালতের এই রায়ের পর সেদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি জানান, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাতে আইনি পরামর্শ নিচ্ছেন তাঁরা। সোমবার সকালে আদালের কাজ শুরু হতে না হতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানাল পর্ষদ। আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেছেন বরখাস্ত হতে চলা শিক্ষকরাও। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।