দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার রাতের কলকাতায় পথ দুর্ঘটনা। ঘটনাস্থল সেই ‘মা ফ্লাইওভার’। এখানে আগেও পথ দুর্ঘটনা ঘটেছে। তবে তার পর থেকে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আবার এমন পথ দুর্ঘটনা জোর আলোড়ন ফেলে দিয়েছে। শুক্রবার রাতে আবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। এদিন ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। তখন গাড়ির চালক–সহ মোট পাঁচজন ভিতরে ছিলেন। তবে গুরুতর আঘাত লাগেনি। শুক্রবার রাত ১১টার পর এই দুর্ঘটনা ঘটে। উড়ালপুলের মাঝখানে এভাবে গাড়ি উল্টে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।জানা গিয়েছে, পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্সেসিটির দিকে যাচ্ছিল গাড়িটি।
তপসিয়ার কাছে ব্রেক ফেল করে ডিভাইডারের ধাক্কা মারে, তারপরই উল্টে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। চালকের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তবে গতি খুব বেশি ছিল না বলেই দাবি করেছেন তিনি। দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই উড়ালপুলের একদিকের রাস্তা প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ ছিল। কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা গাড়িটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপর সচল হয় রাস্তা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ|উড়ালপুলে উলটে যাওয়া গাড়ি ক্রেন নিয়ে এসে সোজা করে সেখান থেকে সরানোর ব্যবস্থা করা হয়। এই উ়ডালপুলে যাতে কোনও পথ দুর্ঘটনা না ঘটে, তার জন্য অনেক সতর্কতা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু যাত্রী সচেতনতা বাড়েনি। তাই বারবার এমন পথ দুর্ঘটনা ঘটছে। গত ফেব্রুয়ারি মাসেও উল্টে যায় এখানে একটি গাড়ি। এক মহিলা গাড়ি নিয়ে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় একইভাবে ডিভাইডারে ধাক্কা মারে। আর তার জেরে উলটে যায় গাড়ি।