Breaking News

প্রকাশিত হল জয়েন্ট এন্টান্সের ফলাফল, প্রথম কলকাতার সাহিল আখতার!পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-শুক্রবার দুপুরে ফল প্রকাশ হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনিশনের। রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাখিল আখতার। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। ও তৃতীয় হয়েছেন সারা মুখার্জি। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্টের। প্রথম ও দ্বিতীয় দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র। মেধা তালিকায় রাজ্য বোর্ড থেকে স্থান পেয়েছেন তিন জন। একজন আইসিএসই বোর্ড ও ৬ জন সিবিএসই বোর্ডের।মেধাতালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া। চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত। পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত। সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা। অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু।

দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।প্রসঙ্গত, দুদিন আগে প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নেয় ৮৭ জন। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতকরার হিসেবে পেয়েছে ৯৯.২ শতাংশ। বিকেল ৪টের পর বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন পড়ুয়া। ওয়েবসাইট wbjeeb,nic.in। ডাক্তারি পড়ার জন্য এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হয়। রাজ্যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবছর জয়েন্ট এন্টান্স হয়েছিল ৩০ এপ্রিল। একই দিনে দু’দফায় পরীক্ষা দিয়েছিলেন পড়ুয়ারা। সকালে ১১টা থেকে দুপুরে ১টা পর্যন্ত ছিল অঙ্ক, আর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়ন। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। ৩২, ৯৪৪ ছাত্রী পরীক্ষা দিয়েছিল। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ জন। পরীক্ষায় বসেছিল ৯৭, ৫২৪ জন। এবছর জয়েন্টে পাশের হার ৯৯.৩৭ শতাংশ। প্রায় ৩৪ হাজার আসনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া হবে। ৬৯,৫৬০ জন এ রাজ্যের এ রাজ্যের পরীক্ষার্থী। এদিন সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *