দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতার বুকে। পুকুর থেকে উদ্ধার হল এক চিকিৎসকের দেহ। হরিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে এই ঘটনা ঘটেছে। চিকিৎসক কি আত্মহত্যা করেছেন নাকি জলে ডুবে দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়েছে, এই নিয়েই নানা প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬ টা নাগাদ এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করেন। যার দেহ উদ্ধার হয়েছে তিনি পেশায় দাঁতের চিকিৎসক এবং তাঁর নাম শৈলেন কুণ্ডু বলে জানা গিয়েছে। বয়স প্রায় ৬০ বছর। স্থানীয় সূত্রে খবর, ওই চিকিৎসকের স্ত্রী নাকি তাঁকে মারধর করতেন |