দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতার বুকে। পুকুর থেকে উদ্ধার হল এক চিকিৎসকের দেহ। হরিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে এই ঘটনা ঘটেছে। চিকিৎসক কি আত্মহত্যা করেছেন নাকি জলে ডুবে দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়েছে, এই নিয়েই নানা প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬ টা নাগাদ এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করেন। যার দেহ উদ্ধার হয়েছে তিনি পেশায় দাঁতের চিকিৎসক এবং তাঁর নাম শৈলেন কুণ্ডু বলে জানা গিয়েছে। বয়স প্রায় ৬০ বছর। স্থানীয় সূত্রে খবর, ওই চিকিৎসকের স্ত্রী নাকি তাঁকে মারধর করতেন |
আসলে আর্থিক অনটনে ভুগছিলেন তারা। এর সঙ্গে চিকিৎসকের ওপর চলত মানসিক এবং শারীরিক অত্যাচার বলে অভিযোগ | তার জেরেই এই খুন বলে সন্দেহ এলাকাবাসীর। অনেক সময় প্রতিবাদ করেও নাকি কোনও লাভ হয়নি। তাই এখন তারা দাবি করছে যে এই ঘটনা খুনের।এলাকাবাসীর অনুমান, স্ত্রীই খুন করে পুকুরে ফেলে দিয়েছে দেহ। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal