দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বান্ধবীর সঙ্গে ঝামেলা, আর তার জেরে অফিসেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি । খাস কলকাতায় শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত একটি অফিসে এই ঘটনাটি ঘটেছে ।তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। ওই ব্যক্তি বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বয়স ২৮ বছর। তিনি বাগুইআটিতে থাকেন। সোমবার সকালে ময়দান এলাকার জওহরলাল নেহরু রোডের বহুতলের তিন তলায় একটি দফতরে এসেছিলেন তিনি।
পুলিশ সূত্রেই জানা গিয়েছে, সেখানে বান্ধবীর সঙ্গে ঝামেলা হয় যুবকের। তারপরেই গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন। পুলিশ মনে করছে, ব্যক্তিগত অশান্তির কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন যুবক।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে জওহরলাল নেহেরুর রোডের ওই বহুতলে ২৮ বছর বয়সী ওই যুবক আসেন। ২ সন্তানের পিতা ওই যুবক তাঁর বান্ধবীর সঙ্গে বহুতলের একটি দফতরের বাইরে কথা বলছিলেন। এরই মধ্যে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে থাকা কেরোসিনের বোতল থেকে কেরোসিন গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন যুবক। বেসরকারি দফতরের সামনে এই ঘটনায় হতভম্ব হয়ে যান অন্যান্য কর্মী ও নিরাপত্তারক্ষীরা। ময়দান থানায় খবর খবর দেন তাঁরা। পুলিশকর্মীরা এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে খবর, যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁর দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি। কী কারণে যুবক গায়ে আগুন দিলেন তা জানতে বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা।