প্রসেনজিৎ ধর :- কথায় বলে রক্ত দান জীবন দান। অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে। রক্তের যোগান অব্যাহত রাখতে হিন্দমোটর এডুকেশন সেন্টার স্কুলের উদ্যোগে শ্রীরামপুর শ্রমজীবী ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে স্কুলেই হয়ে গেলো রক্তদান শিবিরের আয়োজন|
এদিন প্রচন্ড গরমের মধ্যেও রক্ত দিতে হাজির ছিলেন প্রচুর মানুষ।পঞ্চায়েত ভোটের মুখে মানুষের এই ভাবে সাড়া পাওয়ায় খুব খুশি বলেই জানান ব্লাড ব্যাঙ্কের আধিকারিকরা |এদিন হিন্দমোটর এডুকেশন সেন্টার স্কুলের প্রধানা শিক্ষিকা জানান, এই রক্তদান শিবির করে ব্লাড ব্যাঙ্কের হাতে কিছু রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানো যাবে | পাশাপাশি তিনি আরও জানান,এই রক্তদান শিবিরের আয়োজন করে বাচ্চাদের মধ্যেও এবং তাঁদের পরিবারের মধ্যে রক্তদান শিবির
সম্পর্কে সচেতনটা তৈরী করার চেষ্টা করা হল | সর্বোপরি মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি |