তিথি রায় :- স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো যায় | কারণ রক্তের কোনও বিকল্প নেই | একমাত্র একজনের দান করা রক্তই পারে, অন্যজনের প্রাণ বাঁচাতে | রক্তের যোগান অব্যাহত রাখতে কোন্নগরের ভাই ভাই সংঘ ক্লাবের উদ্যোগে লাইভ কেয়ার ব্লাড ব্যাঙ্ক এর মাধ্যমে হয়ে গেলো এক রক্তদান শিবির |
মুমূর্ষু মানুষের প্রতি উৎসর্গ করে এদিনের রক্তদান শিবির |এদিন ৮০ জন মানুষ রক্তদান করেন|
বিশেষত গরমকালে এই ধরনের শিবির বেশি আয়োজিত হয়, কারণ গ্রীষ্মে রক্তের চাহিদা কিছুটা বেশিই থাকে | প্রচন্ড গরমের মধ্যেও রক্ত দিতে হাজির ছিলেন প্রচুর মানুষ | গরমে রক্ত সংকট হয়, তাই যাতে রক্তদান শিবিরের আয়োজন করে কিছু মানুষের উপকার করা যায় তার জন্য এই শিবিরের গুরুত্ব অপরিসীম বলে জানান ভাই ভাই সংঘ ক্লাবের সভাপতি কৌশিক হরি| এমনকি বছরে দুবার এই রক্তদান শিবির করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি | এদিন রক্তদান শিবির ছাড়াও দুঃস্থ ছাত্র -ছাত্রীদের জন্য পুস্তক বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় |