Breaking News

কলকাতায় পা রাখলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ,অফিসারদের নিয়ে সারলেন রুদ্ধদ্বার বৈঠক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআই ডিরেক্টর হবার পর প্রথমবার কলকাতায় আসলেন প্রবীণ সুদ। বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা তিনি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ।সিবিআই দফতরে পৌঁছানোর পর তিনি দফায় দফায় শুরু করেন বৈঠক বৈঠক। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা।এদিকে আজ নিজাম প্যালেসে ঢুকেই তিনি সিবিআই দফতরে যান। তারপর নিয়োগ দুর্নীতির তদন্ত যে সমস্ত অফিসাররা করছেন তাঁদের তিনি ডেকে পাঠান। আর তা নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক ডাকেন। কেন হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে বসলেন?‌এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআইয়ের নতুন ডিরেক্টর আসলে তদন্ত প্রক্রিয়ায় কোথায় ফাঁক আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে বলে সূত্রের খবর। রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই–ইডি। কিন্তু নানা ফাঁক থাকায় কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হতে হচ্ছে সিবিআই–ইডিকে। এমনকী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিবিআই আইনজীবীর কাছে জানতে চান, ‘‌তদন্ত প্রক্রিয়া কি অনন্তকাল ধরে চলবে?’‌ তাতে বেশ বেকায়দায় পড়ে যান তাঁরা।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যে সিবিআই এর ভূমিকা নিয়ে আদালত বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছে। হাইকোর্টের এক বিচারপতিকে সম্প্রতি একটি মামলার শুনানিতে বলতে শোনা গিয়েছিল সিবিআই অফিসাররা যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তিনি প্রধানমন্ত্রীর কাছে সিবিআই-এর বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হবেন। এখন দেখার বিষয় সিবিআই এর নবনিযুক্ত ডিরেক্টর প্রবীণ সুদ কলকাতায় আসার পর সিবিআই – এর আধিকারিকদের এই রাজ্যে যে সকল মামলা তাদের হেফাজতে রয়েছে তা নিয়ে তাদের পরবর্তী ভূমিকা কি হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *