Breaking News

যাদবপুর কাণ্ডের মধ্যেই আরজি কর মেডিক্যালে ইন্টার্নের মৃত্যু ঘিরে রহস্য,পেটে মিলল মাত্রাতিরিক্ত ওষুধ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুরের পর এবার আর জি কর হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু । মৃত ছাত্রের নাম শুভ্রজ্যোতি দাস। শুভ্রজ্যোতি ইন্টার্নশিপ করছিল আর জি কর থেকে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ কয়েক বছর ধরে ওই ডাক্তারি পড়ুয়া নার্ভের ওষুধ খেতেন । অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে তাঁর বলে প্রাথমিক অনুমান। শুভ্রজ্যোতির মৃত্যু ঘিরে উঠে আসছে মানসিক অবসাদের তত্ত্ব। ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই বাড়ছে রহস্য।প্রাথমিকভাবে জানা গিয়েছে, লেখাপড়ায় ভালই ছিলেন শুভজ্যোতি। তা সত্ত্বেও এমবিবিএস পরীক্ষার একাধিক বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি। তারপর থেকেই নাকি অবসাদে ভুগতে শুরু করেন। যার জন্য ওষুধও খেতেন। নিমতায় কাকার বাড়িতেই থাকতেন। মা-বাবা একসঙ্গে না থাকার অবসাদও নাকি গ্রাস করছিল তাঁকে। গত বুধ এবং বৃহস্পতিবার কাকার বাড়িতে নিজের ঘরের দরজা বন্ধ করে একাই ভিতরে ছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ দরজা ধাক্কানোর পরও দরজা না খোলায় তা ভেঙে ভিতরে ঢোকেন পরিবারের সদস্যরা। তখনই দেখেন লুটিয়ে পড়ে তাঁর দেহ।আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গতকালই শুভজ্যোতির দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। রিপোর্টে বলা হয়েছে, মৃত ছাত্রের পেটে এসিটালোপরাম ওষুধ পাওয়া গিয়েছে। এরই অতিরিক্ত ডোজে প্রাণ হারিয়েছেন তিনি বলে অনুমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *