দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক শিক্ষকদের বদলি দুর্নীতি মামলায় ৫০ জন শিক্ষককে তলব করল সিবিআই। এই শিক্ষকরা টাকার বিনিময়ে পছন্দের পোস্টিং নিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে এই ঘটনাকে পরিকল্পিত দুর্নীতি বলে মন্তব্য করেছিলেন। এখন আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁকে জেরাও করে সিবিআই। আজ, সোমবার ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। পোস্টিংয়ের মামলায় এই প্রথম এতজন শিক্ষককে তলব করা হয়েছে। কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, প্রয়োজন পড়লে ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককেই জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। তাই এই তলব বলে মনে করা হচ্ছে। রাজ্যের দুই জেলার ডিআই দফতরে নোটিশ পাঠিয়েছে সিবিআই। আর জেলা ধরে হাজিরা দিতে ডাকা হচ্ছে নিজাম প্যালেসে। আজ, সোমবার থেকেই হাজিরা শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষক নিজাম প্যালেসে ঢুকে পড়েছেন। আর এই ডিআই অফিস থেকেই সিবিআই হাজিরার কথা বলা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই কিছু তথ্য পেয়েছে। তাদের দাবি, অনেকেই মেধাতালিকার পিছনে থেকেও স্রেফ টাকা দিয়ে পছন্দমতো স্কুলে পোস্টিং নিয়েছেন।টাকা দিয়ে পছন্দের জায়গায় পোস্টিং নিয়েছেন, বিভিন্ন জেলার এমন ৩৪৪ জন শিক্ষকের তালিকা তৈর করা হয়। জেলাগুলির ডিআই (DI) অফিসে পাঠানো হয় নোটিস। ধাপে ধাপে ৩৪৪ জনকেই নিজাম প্যালেসে তলব করে আজ থেকে শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ। এছাড়া জেলার স্কুল শিক্ষা বিভাগের আধিকারিকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই তদন্তকারীরা। সকলের বয়ান রেকর্ড হবে বলে খবর।