দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর পর এবার আরও তৎপর রাজ্য। র্যাগিং রুখতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও পড়ুয়া র্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। আজ, মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতার। সেই বৈঠকের মধ্যেই ওই নম্বর চালু করা হয়েছে।লালবাজারে ২৪ ঘণ্টা খোলা থাকলে হেল্পলাইনটি। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে এই নম্বরে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টোল ফ্রি নম্বরটি হল- ১৮০০-৩৪৫-৫৬৭৮। নম্বরটি বেশকিছু ধরে বন্ধ ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে অনেকে অভিযোগ জানাতে পারেননি বলেও আক্ষেপ তাঁর। বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখেই চালু হল টোল ফ্রি হেল্পলাইন নম্বর।ওদিকে মুখ্যমন্ত্রীর চালু করা অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর নিয়ে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের বক্তব্য – মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর চালু নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। ছাত্র স্বার্থে এমনটা হলে আপত্তি নেই। তবে এতদিন পরে কেন? সেটাই আমাদের প্রশ্ন। ৯ অগাস্ট যাদবপুরের মেইন হস্টেলের ৩ তলা থেকে পড়ে যায় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়া। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রথম থেকেই অভিযোগের আঙুল ওঠে র্যাগিং-এর বিরুদ্ধে।র্যাগিং ও ওই পড়ুয়ার মৃত্যু ঘটনার সঙ্গে যোগ থাকার সূত্রে এখনও পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। যাদবপুরকাণ্ডে সেই ধৃতদের বিরুদ্ধে এবার নতুন ধারা যোগ করছে পুলিস। বিবস্ত্র করে ঘোরানোর প্রমাণ পাওয়া গিয়েছে। হস্টেলের লবিতে নগ্ন করে ঘোরানোর প্রমাণ মিলেছে। তাই পশ্চিমবঙ্গ অ্যান্টি র্যগিং প্রিফেনশন অ্যাক্টের ৪ নম্বর ধারা যুক্ত করতে চলেছে ধৃতদের বিরুদ্ধে। আদালতে এমনটাই আবেদন করছে পুলিশ | ঘটনাস্থলে ১২ জনই উপস্থিত ছিল। ধৃতদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি পুলিশের ।