প্রসেনজিৎ ধর, হুগলি :- ঘড়ির সুতোয় চীনা মাঞ্জার মরণ ফাঁদে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে শহরে | এবার চীনা মাঞ্জায় নাক কাটা গেলো কোন্নগর নবগ্রামের বাসিন্দা স্বাগত মজুমদারের | শুক্রবার শ্রীরামপুর স্টেশনের উপড়ের ব্রিজ থেকে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে| শুধু নাক নয় এমনকি তার চোখেও আঘাত লেগেছে | শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পরে দুটি সেলাই পড়েছে নাকে | স্বাগত মজুমদারের দাবি এই চিনা মাঞ্জা সুতোয় ঘুড়ি ওড়ানোর জন্য আমার সাথে এই ঘটনা ঘটেছে | এর আগে বহুবার মা ফ্লাইওভারে এই ঘটনা ঘটেছে, আজ আমার সাথেই তা হল | তার আরও অনুরোধ প্রশাসনকে বলবো এই সুতো ব্যবহার না করা হয় সেটা দেখার জন্য | কেউ এই সুতো বিক্রি করবেন না আর এই সুতো দিয়ে কেউ ঘুড়ি ওড়াবেন না বলে অনুরোধ আহত স্বাগত মজুমদারের | প্রসঙ্গত,নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন | তা সত্ত্বেও চিন্তা বাড়াচ্ছে বাজারগুলি| আগেই শহরের একাধিক রাস্তায়, বিশেষত উড়ালপুলগুলিতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে | উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি | নজরদারির ফাঁক গলে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে বিভিন্ন মহল |