দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার খবরে উঠে এল অভিশপ্ত সেই স্টিফেন কোর্ট। যেখানে কয়েক বছর আগে আগুন লেগেছিল। তা থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দিয়েছিলেন অনেকে। আর মারা গিয়েছিলেন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুও হয়েছিল। এবার মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের সেই স্টিফেন কোর্ট ভবনের কার্নিশের একাংশ ভেঙে পড়ল। আর তার জেরে রবিবাসরীয় সকালে এক পথচারীর মাথায় কার্নিশ ভেঙে পড়ল বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তি মনোজ রাম্বানি। পাশেই রাসেল স্ট্রিটে তাঁর বাড়ি। সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে বিল্ডিংয়ে। জানা গিয়েছে, বিল্ডিংয়ের নিচ দিয়ে যাওয়ার সময় আচমকা কার্নিস ভেঙে পড়ে তাঁর মাথায়। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এলাকাটি কর্ডন করে রেখেছে পুলিশ। ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়েছে।স্টিফেন কোর্ট অঞ্চলে প্রচুর অফিস রয়েছে। সকাল থেকে প্রচুর লোকের যাতায়াত থাকে গোটা এলাকায়। তবে এদিন রবিবার থাকায় এলাকা ফাঁকা ছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু এভাবে বিল্ডিংয়ের কার্নিস ভেঙে পড়ায় চিন্তায় পুলিশও। প্রসঙ্গত, বছক কয়েক আগে ওই বিল্ডিংয়ে আগুন লেগেছিল। তা থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দিয়েছিলেন অনেকে। মারা গিয়েছিলেন অনেকে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুও হয়েছিল বেশকিছু জনের।কয়েকদিন ধরে সকালে গরম থাকলেও দুপুরে বৃষ্টি হচ্ছে ভারী। তার উপর শনিবার বেলা বাড়তেই কলকাতায় মুষলধারে বৃষ্টি হয়। রাস্তায় জল জমে যায় এই বৃষ্টিতে। আর পুরনো বাড়ি হওয়ায় কয়েকটি বাড়িতে চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটে। এই নাগাড়ে বৃষ্টিতেই স্টিফেন কোর্ট ভবনের কার্নিশ নরম হয়ে যায়। আর আজ সেটি ভেঙে পড়েছে। সেই চাঙড়ই মাথায় গিয়ে পড়ে পথচারীর। এই স্টিফেন কোর্ট ৯৯ বছরের পুরনো বাড়ি। ব্রিটিশ সংস্থা এই ভবনটি নির্মাণ করেছিল। এখানে সাতটি তলা রয়েছে।