প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের পুজো অনুদানকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের হল মামলা। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এব্যাপারে মামলা দায়েরের অনুমতি চান জনৈক আইনজীবী। অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। গত বছরও রাজ্যের পুজো অনুদানকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টে। একাধিক শর্ত আরোপ করে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছিল আদালত।দুর্গাপুজোর আয়োজনে প্রথমে ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ থেকে ৬০ হাজার হয়ে বর্তমানে অনুদানের পরিমাণ বেড়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। বিগত বছরগুলিতে রাজ্য সরকারের অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত।এবার ৭০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ জানান মামলাকারী সৌরভ দত্ত। গত বছরের জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলাটিকে সংযুক্ত করার আবেদন জানান তিনি। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। নতুন আবেদন করার অনুমোদন দেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে। পুজো অনুদান দিতে এবারও রাজ্য সরকারের প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে। তবে রাজ্যের দাবি, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের একটি বৃহত্তর অর্থনীতি কাজ করে। তাই এই টাকা ঘুরে ফিরে সেই গরিব মানুষের কাছেই যায়। পালটা বিরোধীদের দাবি, পুজো কমিটিগুলি কার্যত পাড়ার ক্লাব দ্বারা পরিচালিত হয়। আর ক্লাবগুলিকে হাতে রাখতে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার। যে রাজ্যে শিল্প নেই, শিক্ষকের অভাবে স্কুলে পঠনপাঠন ঠিক মতো হচ্ছে না। সেখানে পুজো কমিটিকে অনুদান দেওয়ার নামে ভোট কিনতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal