Breaking News

জানলার কাঁচে ফাটল,১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুম্বইগামী বিমানের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ।
ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল কলকাতা বিমানবন্দরে। এদিন সকাল ৬টা ১৭ মিনিট নাগাদ স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে। কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য মাঝআকাশ থেকে বিমানটি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। জানা যায়, বিমানের জানলার কাঁচে চিড় ধরা পড়েছিল। তাই কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে পৌনে আটটা নাগাদ জরুরি অবতরণ করানো হয়। তবে যাত্রীরা ও বিমানকর্মীরা সবাই সুস্থ আছেন। কলকাতার আকাশেই বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান কেবিন ক্রুর সদস্যরা। কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। পাইলটও বিলম্ব না করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায় পৌনে আটটা নাগাদ বিমানটি দমদম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বেলা ১২টায় শেষ পাওয়া খবর অনুযায়ী, নম্বর ১৮-তে পার্ক করা হয় বিমানটিকে। এদিকে, চেন্নাইগামী ইন্ডিগো বিমানের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। বুধবার ভোররাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। অভিযোগ, মাঝআকাশেই মণিকন্দন নামের এক ব্যক্তি বিমানের এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। আর তাতেই সহযাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। বিমানটি চেন্নাইয়ে পৌঁছতেই অভিযুক্তকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *