দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র ওপর বেসরকারি ডিএলএড কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকী মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে। আদালতে জানাল পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে এই নতুন প্রক্রিয়ার কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।শিক্ষামহলের একাংশ। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তারা জানিয়েছে, এ বছর থেকেই রাজ্যের সব ডিএলএড প্রশিক্ষণ কলেজে বন্ধ করে দেওয়া হবে অফলাইন অ্যাডমিশন। এ বছর থেকে কোনও কলেজে অফলাইন অ্যাডমিশন হবে না। ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। হাই কোর্টে পর্ষদ আরও জানিয়েছে, ভর্তির মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।পর্ষদের আইনজীবী আদালতে জানিয়েছে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বৈঠক হয়েছে। যে বৈঠকে ঠিক করা হয়েছে, চলতি বছর থেকে রাজ্যের কোনও ডিএলএড কলেজে আর অফলাইনে ভর্তি নেওয়া হবে না। গোটা প্রক্রিয়াটাই হবে অনলাইনে। ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে অনলাইনে।প্রাথমিক শিক্ষকতা করার জন্য অন্যতম যোগ্যতা হিসেবে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে হলেও প্রথমে দুই বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হয়। এবার ডিএলএড কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । এর ফলে কলেজগুলির হাতে যথেষ্টভাবে টাকা নিয়ে ভর্তি করা কিছুটা হলেও বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে।