প্রসেনজিৎ ধর, কলকাতা :- মোহনবাগানের পর আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচেও চলবে বিশেষ মেট্রো। সোমবার রাত ১০টার পর সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত একজোড়া মেট্রো ছুটবে। তবে মোহনবাগান ম্যাচের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই বদল আনা হয়েছে সময়ে।সোমবার গভীর রাতে ম্যাচ শেষের পর একজোড়া স্পেশাল মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট লাইনে। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকেই ছাড়বে এই স্পেশাল মেট্রোগুলি। প্রথমটি ছাড়বে রাত সাড়ে দশটায়। সেটি শিয়ালদহ মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১০ টা ৩৭ মিনিটে। দ্বিতীয় স্পেশাল মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে রাত ১০ টা ৪০ মিনিটে। ম্যাচ ফেরত দর্শকদের নিয়ে দ্বিতীয় স্পেশাল মেট্রোটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে রাত ১০ টা ৪৭ মিনিটে। মাঝে ফুলবাগান স্টেশনে থামবে উভয় মেট্রোই। দর্শকদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সল্টলেক স্টেডিয়াম ও ফুলবাগান উভয় মেট্রো স্টেশনেই টিকিট কাউন্টার খোলা থাকবে। ফলে স্মার্ট কার্ড যদি কারও সঙ্গে নাও থাকে, টোকেন কেটেও যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।