প্রসেনজিৎ ধর, কলকাতা :- রক্তদান জীবন বাঁচায় | যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে| আর তাই আবারও একবার নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতির উদ্যোগে রবিবার হুগলী জেলার কোন্নগরে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির | এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস মহাশয় এবং ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌতির চ্যাটার্জি ও এলাকাবাসী | নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতির পক্ষ থেকে এই নিয়ে দ্বিতীয়বার আয়োজিত হল রক্তদান শিবিরের| পাশে ছিল শ্রমজীবি হাসপাতাল শ্রীরামপুর, কোন্নগর আই ক্লাবের সদস্য ও শ্রীরামপুর লায়ন্স ক্লাবের অধিকারিকরা | এদিন রক্তদাতাদের সংখ্যা ছিল ৪৯ জন | উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন ড: পি কে ব্যানার্জি মহাশয় | রক্তের যোগান অব্যাহত রাখতে নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করেন বলে জানান উক্ত ক্লাবের সভাপতি তরুণ মুখার্জি |