দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
কলকাতা উদ্ধার বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হল ৩ লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জালনোট পাচারকারীকে। এসটিএফের দল ও কলকাতা পুলিশের হাতে ধৃত মালদহের জাল নোটের কারবারিরা। নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় এসটিএফের দল ও কলকাতা পুলিশের দল বাবু ঘাটের কাছে তল্লাশি চালায়। তল্লাশি পুলিশের জালে ধরা পড়ে মালদাহের দুই জাল নোট পাচারকারী। ওই জনকে গ্রেফতার করা হয়েছে।কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বাবুঘাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রেজাউল করিম ও জামিরুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে ৬০০ টি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়েছে। মোট ৩ লক্ষ টাকা। এসটিএফ জানতে পারে, এই মুহূর্তে এই দুজনই এলাকায় জাল নোটের কারবার চালাচ্ছে। রেজাউল ও জামিরুল মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪৮৯ বি ও ৪৮৯ সি ধারায় মামলা রুজু হয়েছে। অর্থাৎ জাল নোট এবং তা নিজের কাছে কুক্ষিগত করার কারণে মামলা দায়ের হয়েছে।ধৃতদের মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal