Breaking News

এবার আসরে রাজভবনও!রাজ্যের সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চমীর বিকেলেই রাজ্য সরকারের তরফে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকার বাছাই করে সেরা পুজোগুলিকে এই পুরস্কার দিচ্ছে রাজ্য। আর এবার রাজভবন থেকেও সেরার সেরা দুর্গাপুজোকে বেছে নেওয়া হবে। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিআনা’ পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পুরস্কারমূল্য হিসেবে ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে ওই পুজো কমিটিকে। আগামী বিজয়া দশমীর দিন সেরা পুজো মণ্ডপকে এই বাঙালিআনা পুরস্কার দেওয়া হবে। রাজভবন থেকে জানানো হয়েছে, এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না।বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বাংলার সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ‘বাঙালিয়ানা পুরস্কার’। সেরা পুজো কোনটি, তা বেছে নিতে পারবেন সাধারণ মানুষই। রাজভবনের তরফে দেওয়া aamnesaamne.rajbhavankolkata@gmail.com এই মেল আইডির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী পুজো কমিটির সদস্যরা।রাজভবন থেকে একটি বিচারমণ্ডলী তৈরি করা হচ্ছে এই বাঙালিয়ানা পুরস্কারের জন্য। সেই বিচারকমণ্ডলীই গোটা বাংলার থেকে সেরা পুজো কমিটিকে বেছে এই পুরস্কারের জন্য। বিজয়া দশমীতে রাজভবন থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে ওই পুজো কমিটিকে। ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের ইমেল মারফত মনোনয়নের জন্য আহ্বান জানানো হয়েছে রাজভবন থেকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিগত বেশ কয়েক বছর ধরে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেওয়া হচ্ছে। ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল রাজ্য সরকারের এই শারদ সম্মান। এই বছর বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে মোট ১০৪টি দুর্গাপুজো কমিটিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেওয়া হয়েছে। শহর ও শহরতলির বাছাই করা পুজো কমিটিগুলিকে এই স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার।আর এবার রাজভবন থেকেও পুরস্কৃত করা হবে বাংলার সেরার সেরা পুজোকে | রাজ্যপাল ইতিমধ্যেই পুজোর মেজাজে সামিল হয়ে গিয়েছেন। সস্ত্রীক ঘুরে দেখছেন ঠাকুর। দু’দিন আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ডিজনিল্যান্ড দেখতে গিয়েছিলেন। আজ পৌঁছে গিয়েছিলেন সল্টলেকে করুণাময়ীর এক পুজোয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *