দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দশমীর বিকেল থেকেই বেজে উঠল বিসর্জনের বাজনা। কলকাতা বা শহরতলির অধিকাংশ বারোয়ারির পুজোর অবশ্য দশমীতে বিসর্জন হয় না। তবে বাড়ির পুজো সহ কয়েকটি বারোয়ারি পুজো নিয়ম মেনে দশমীতেই বিসর্জন হয়।এদিন পুজোর বিসর্জনের বিদায় পর্বে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। গঙ্গার একাধিক ঘাট সহ শহরের লেক ও জলাশয়, সব মিলিয়ে প্রায় ৭৪টি জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়। সবকটি ঘাটেই এদিন দুপুর থেকে পুলিশি মোতায়েন থাকছে। পুরসভাকে নিয়ে সংশ্লিষ্ট ঘাটগুলি পরিষ্কারও করা হয়েছে।শহরে প্রায় ৩৪টি ঘাটে বিসর্জন চলে। এছাড়া লেক ও জলাশয় মিলিয়ে ৪০টি জায়গায় প্রতিমা নিরাঞ্জন হয়। লালবাজারের সূত্র জানিয়েছে, দশমীর দুপুর থেকেই কলকাতার ৩৪টি ঘাটে ছিল জোরদার পুলিশি ব্যবস্থা, প্রতিমা বিসর্জন হবে। তার জন্য ইতিমধ্যেই পুরসভার কর্তাদের সঙ্গে পুলিশকর্তারাও ঘাট পরিদর্শন করেছেন। পরিষ্কার রাখা হয়েছে সবকটি ঘাট। একইসঙ্গে বিসর্জনের জন্য দক্ষিণ শহরতলি ও বেহালা অঞ্চলের মোট ৪০টি পুকুর, সরোবর ও ঝিল শনাক্ত করা হয়েছে। সেগুলিতেও থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। নিরাপত্তার জন্য কলকাতা, এমনকী হাওড়ার দিকের ঘাটগুলির আশপাশে টহল দেবে কলকাতার জল পুলিশ। ১৮টি লাইফ সেভিং বোট থাকছে। বিসর্জন চলাকালীন মাইকিং করে সচেতন করা হবে।জোয়ারের সময়ও অনেক পুজো কমিটির লোকজন বিসর্জন দিতে নামেন। ফলে দুর্ঘটনা ঘটে। জোয়ার ভাটার সময় মাইকিং করে প্রচার চালানো হবে। এছাড়া প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলার টিম রয়েছে | মাঝি ও ডুবুরি রাখা হয়েছে | নিমতলা, বাজেকদমতলা, গোয়ালিয়র ঘাট ও বিচালিঘাটে চারটি বোট থাকছে যাতে জলে প্রতিমা ফেলার পর কাঠামোগুলি সরিয়ে ফেলা যায়। কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত উদ্ধারকাজ করা যায় সেজন্য ডিসি কমব্যাটের নেতৃত্বে দুটি উদ্ধারকারী টিম আছে । ১৫টি গুরুত্বপূর্ণ ঘাট, যেখান থেকে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়, সেখানে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। জল পুলিশের দপ্তরে একটি রেসকিউ টিম তৈরি রয়েছে । সেখানে রয়েছেন পাঁচজন ডুবুরি।কলকাতা পুরসভার তরফে বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে এই ঘাটগুলিতেই বেশি নজরদারি করতে। বন্দর কর্তৃপক্ষের তরফে কলকাতা পুরসভাকে জানানো হয়েছে, এবার প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয় তাদের তরফে। কলকাতা পুলিশের পাশাপাশি, তারা এ বার ৫০টি লাইফবোট নামায় কলকাতার গঙ্গায় |