Breaking News

২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল!তদন্ত করবে শিক্ষা দফতর, বললেন ব্রাত্য বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে এক ধাক্কায় বাতিল হয়েছে ২৫৩ টি বিএড কলেজের অনুমোদন। গত শুক্রবার সেই সিদ্ধান্তের পরই তরজা তুঙ্গে। উচ্চশিক্ষা দফতরের অন্দরে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কেন এতগুলি কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে তা নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার এনিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে ঠিক কতগুলি কলেজের অনুমোদন বাতিল করেছে বিএড বিশ্ববিদ্যালয় সে সম্পর্কে জানানো হয়নি বলেই দাবি উচ্চশিক্ষা দফতরের। ২৫৩টি বিএড কলেজের অনুমোদন কেন বাতিল হল? এবার তা নিয়ে তদন্ত শুরু করছে রাজ্যের শিক্ষা দপ্তর। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন “গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।”উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর কিভাবে তদন্ত হবে তা নিয়ে শুক্রবারই রুপরেখা চূড়ান্ত হবে। সেক্ষেত্রে একটি কমিটি গঠন করেই এই বিষয় নিয়ে তদন্ত করা হবে বলেই উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর।ওদিকে উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়, পরিকাঠামো না থাকায় বেশ কিছু বিএড কলেজের অনুমোদন যে বাতিল হতে চলেছে তা চিঠি দিয়ে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু কত কলেজের অনুমোদন বাতিল হতে চলেছে বা কী কারণে কোন কলেজের অনুমোদন বাতিল হল তা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *