প্রসেনজিৎ ধর, হুগলি :-কথায় আছে বুড়ো বয়সে ভীমরতি!আর তার জেরে এক মহিলাকে অ্যাসিড ছুঁড়ল বছর পঞ্চাশের হারাধন |পুলিশের ভূমিকায় ভিশন খুশি এলাকার মানুষ |কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ ঘটনার কথা শুনেই সেই রাতেই পুলিশের বিরাট টিম নিয়ে অভিযুক্তর বাড়িতে যায় যদিও অভিযুক্ত বাড়িতে ছিলো না,পালানোর চেষ্টা করে কিন্তু পোর খাওয়া পুলিশ অফিসারের হাত থেকে পালাতে পারলো না হারাধন |
ফের অ্যাসিড হামলার ঘটনা রাজ্যে |এবার ঘটনাস্থল কোন্নগর নবগ্রাম সি ব্লক |রাতের অন্ধকারে পালানোর সময় গ্রেফতার অভিযুক্ত হারাধন গুই | জানা গেছে,হারাধনের কোন্নগর ঝিল পারে চায়ের দোকানে চা খেতে এসে পরিচয় এক মহিলার সঙ্গে| এমনকি ওই মহিলাকে প্রেমের প্রস্তাব দেন হারাধন | আর সেই প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিড ছুড়ে মারে হারাধন | ঘটনাস্থল থেকে এলাকার লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ওই মহিলাকে | আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে ভর্তি ওই মহিলা | সেই রাতেই অভিযুক্ত হারাধনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর বিট হাউসের পুলিশ | অভিযুক্তকে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ |
Hindustan TV Bangla Bengali News Portal